সৈয়দপুরে ফরমানিলমুক্ত মাছ বাজার ঘোষণা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে ফরমানিলমুক্ত মাছ বাজার ঘোষনার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কারখানা গেট মাছ বাজারে ওই সভা অনুষ্ঠিত হয়।  সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় আয়েজিত সভায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
 সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিশ।
এতে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার,  সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, উপজেলা  প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাওয়া খাতুন, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী,  পৌর স্যানিটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার, কারখানা গেটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু তালেব মিয়া, মাছ ব্যবসায়ী মো.শাহাব উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো.ওয়াসিম প্রমূখ ।  সৈয়দপুর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায়া আলোচনা সভািিট সঞ্চালনা  করেন ।
এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. অহিদুল হক, কারখানা গেট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,সাংবাদিক, সুধীজনসহ মাছ বিক্রেতারা উপস্থিত ছিলেন।
 সভার বক্তারা বলেন, ফরমালিন একটি রাসায়নিক দ্রব্য। এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অথচ এক শ্রেণীর অসাধু মাছ ব্যবসায়ী মানুষের শরীরের ক্ষতির বিষয়টি বিবেচনা নিচ্ছেন না। তারা তাদের ব্যবসায়িক স্বার্থে মাছ তরতাজা ও বেশি সময় ধরে রেখে বিক্রির উদ্দেশ্য অতি গোপনে  মাছে ফরমালিন ব্যবহার করছেন। আর ফরমালিনযুক্ত  এসব মাছ খেয়ে মানুষ নানা রকম রোগব্যধিতে আক্রান্ত হচ্ছে অহরহ। সভায় বক্তারা মাছে ফরমালিনের নানাবিধ ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। সেই সঙ্গে ব্যবসায়ীদের প্রতি ফরমালিনমুক্ত মাছ বিক্রির জন্য উদাত্ত আহবান জানান।
আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সৈয়দপুর উপজেলাকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়েছে।     


পুরোনো সংবাদ

নীলফামারী 9099629830614869605

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item