পঞ্চগড়ে দেয়াল ধস ঠেকাতে বাঁশের খুঁটির ব্যবহার যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে

মোঃ তোতা মিয়া পঞ্চগড়-

পঞ্চগড় সদরের জালাসী এলাকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেয়াল ধস ঠেকাতে বাঁশের খুঁটি। যেকোনো সময় বিপদ   । বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র কাউসার ইসলাম জানান, 'আমরা প্রাচীরের পাশে খেলতে পারি না। সীমানা প্রাচীর ফাটল ধরায় আমরা আতঙ্কে থাকি।
'একই কথা জানালেন পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বর্ণী আক্তার সে সাংবদিকদের জানায়, 'আমাদের বিদ্যালয়ের প্রাচীর বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে কিন্তু তা তো বেশি দিন থাকবে না তাই আমাদের অনুরোধ এটি সংষ্কার করে যেন নতুন প্রাচীরের ব্যবস্থা করা হয়।'

পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান  জানান, 'বিদ্যালয়ের প্রাচীরের অবস্থা খুবই খারাপ ও ঝুঁকিপূর্ণ। গত জুলাই মাসে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দেয়াল ধসে মৃত্যুর সংবাদ শুনে আমি ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে সীমানা প্রাচীরের ধস ঠেকাতে দ্বিতীয় দফায় বাঁশের খুঁটি ব্যবহার করেছি।'

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ  জানান, 'পঞ্চগড় উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ নতুন প্রাচীর নির্মাণের জন্য গত আগষ্ট মাসে একটি আবেদন জমা দিয়ে ছিল। প্রাচীরটি ভেঙে ফেলার জন্য মৌখিকভাবে পরামর্শ দেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষকে। এছাড়া বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণের জন্য দরপত্রের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2493074070278363131

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item