নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপকমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মমতাজ সভাপতি, মানিক সাধারণ সম্পাদক



তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর  (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজ-২২০) মাইক্রোবাস, জীপ-কার, পিকআপ উপকমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের বঙ্গবন্ধু সড়কের  ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ওই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
 বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মো. আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শাহনেওয়াজ হোসেন সানু, নীলফামারী জেলা মাইক্রোবাস, জীপ-কার,পিকআপ মালিক সমিতির সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পু ও সাধারণ সম্পাদক সাংবাদিক নিজু আগরওয়ালা।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস, জীপ-কার, পিকআপ উপকমিটির সভাপতি শ্রমিক নেতা মো. মমতাজ আলীরসভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন  সংগঠনের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া।
এতে অন্যান্যদের মধ্যে  বক্তব্য দেন নীলফামারী জেলা ট্রাক ট্র্যাঙ্কলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায় প্রমূখ।
 সাধারণ সভাটি উপস্থাপনা করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার।
সভায়  আমন্ত্রিত অতিথি সুধীজন,সাংবাদিক,জনপ্রতিনিধি, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, নীলফামারীবাস-মিনিবাস  শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মাইক্রোবাস, জীপ-কার, পিকআপ উপ-কমিটির সকল সদস্যবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস, জীপ-কার, পিকআপ উপকমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে নতুন কমিটির গঠনের জন্য সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন করা হয়। এ পদে   মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। এতে ২৪৪ ভোট পেয়ে মো. মানিক মিয়া সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছে। আর মোট ভোটারের সংখ্যা ৩০৬ জন।  নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার।                         

পুরোনো সংবাদ

নীলফামারী 5567383328180753083

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item