আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো নীলফামারীর ইজতেমা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি\ আখেরি মোনাজাতে বিশ্বশান্তি ও ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হলো নীলফামারীর মিনি  ইজতেমা। আজ শনিবার(৮ ফেব্রুয়ারি/২০২০) দুপুর মোনাজাতে অংশ নিয়েছিলেন লক্ষাধিক মুসল্লি। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়েছিল ইজতেমা স্থল জেলা সদরের নগর দারোয়ানী সুতা কল মাঠ এলাকা।
এ ছাড়া ইজতেমা ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো মাইকে ছড়িয়ে পড়ে সেই ধ্বনি।
বেলা ১২টা ৫মিনিটে শুরু হয়ে বেলা ১২টা ৩৫মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। তাবলিগ জামাতের সুরা সদস্য কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোশাররফ হোসেন মোনাজাত পরিচালনা করেন। ইজতেমার মুরব্বি অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোনাজাতে অংশ নিতে ময়দানসহ আশপাশের রাস্তাঘাট, কলকারখানার ছাদ, খালি জায়গায় পলিথিন, পত্রিকা, পাটি ও জায়নামাজ বিছিয়ে অবস্থান নিয়েছিলেন পুরুষের পাশাপাশি অসংখ্যনারী।
প্রকাশে থাকে যে গত বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি/২০২০) ফজরের নামাজের পর তিনদিন ব্যাপী এই মিনি ইজতেমা শুরু হয়েছিল। ইজতেমা ও আখেরি  মোনাজাত উপলক্ষে লাখো মুসল্লির সমাগম নির্বিঘœ করতে যান চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় নীলফামারী পুলিশ। #

পুরোনো সংবাদ

হাইলাইটস 2420421747085642193

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item