পার্বতীপুরে মাদক সেবনের দায়ে যুবকের সশ্রম কারাদন্ড

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক এই কারাদন্ড প্রদান করেন। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, শনিবার রাতে পার্বতীপুরে শহরের পুরাতন বাজার রেলগেট এলাকা সংলগ্ন জাহাঙ্গীর নগর মহল্লার পাশের রেল লাইনের ধারে বসে মাদক সেবনের সময় মোঃ আলেফ উদ্দীন (৩২) নামক এক যুবককে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামান মাদক সেবনের দায়ে তাকে ২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সে পার্বতীপুর পৌর-শহরের ইসলামপুর (কালীবাড়ী) এলাকার মৃত লালটু মিয়ার পুত্র। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক আরও জানান, গত ২৬/১২/২০১৯ইং তারিখে মাদক সেবনের দায়ে তাকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনাজ মিথুন মুন্নি এক মাসের সশ্রম কারাদন্ড দেন। একমাস কারাভোগের পর গত ২৭/০১/২০২০ইং তারিখে সে মুক্তি লাভ করে আবারও মাদক সেবনের দায়ে ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত হল।  

পুরোনো সংবাদ

দিনাজপুর 2071524455222059091

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item