সৈয়দপুর পৌরসভার অবসরপ্রাপ্ত সচিব আশীষ কুমার সরকারের পরলোকগম

তোফাজ্জল হোসেন  লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুর পৌরসভার অবসরপ্রাপ্ত সচিব আশীষ কুমার সরকার পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে হৃদরোগে হয়ে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়াস্থ ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক  মেয়ে অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল (শনিবার) সৈয়দপুর শহরের কুন্দলস্থ কেন্দ্রীয় শ্বশ্মানে তাঁকে দাহ্য করা হয়েছে।
এর আগে তাঁর মরদেহ সৈয়দপুর পৌরসভা কার্যালয়ে আনা হয়। সেখানে সৈয়দপুর পৌরসভার পক্ষে তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সৈয়দপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মো. জিয়াউল হক জিয়া পৌর পরিষদের পক্ষে স্বর্গীয় আশীষ কুমার সরকারের কফিনে শেষ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খৃষ্টীন ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখা, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির পক্ষ থেকেও স্বর্গীয় আশীষ কুমারের কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মো. আখতার হোসেন বাদল, প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র - ২ মো. শাহীন আক্তার শাহীন, প্যানেল মেয়র-৩ কাজী জাহানারা বেগমসহ সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ্ব মো. মজিদুল ইসলাম মন্ডল, আলহাজ্ব মো. খালিদ নিয়াজী নান্না প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2067608064383429282

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item