পার্বতীপুরে আন্ত:নগর ট্রেন থেকে ফেন্সিডিলসহ মহিলা চোরাচালানী গ্রেফতার
https://www.obolokon24.com/2020/02/Arest.html
দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে সীমান্তের চোরা পথ দিয়ে নিয়ে আসা ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কল্পনা খাতুন(৩৫) নামক এক মহিলা চোরাচালানীকে হাতেনাতে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩ টা ৩৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হকের নেতৃত্বে একদল রেলওয়ে পুলিশ চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিকেল ৩ টা ৩৫ মিনিটে রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মে অবস্হানরত ঢাকাগামী যাত্রীবাহী আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মহিলা চোরাচালানী কল্পনা খাতুন কে গ্রেফতার করে। সে বিরামপুর সীমান্তের চোরাপথ দিয়ে নিয়ে আসা ভারতীয় ফেন্সিডিল একটি স্কুল ব্যাগে ঢুকিয়ে ট্রেন যোগে সান্তাহার যাবার উদ্দেশ্যে ট্রেনের কোচ নম্বর-৭৩৪৭ "ট" তে ৮১ নম্বর ছিটে ৪ মাস বয়সী শিশু পুত্র সৌমিক ইসলামকে কোলে নিয়ে বসে এবং ট্রেন ছাড়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হয়। সে পার্বতীপুর পৌর শহরের সুন্দরীপাড়া (বাইপাস) এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-৬ তারিখ- ১৩/২/২০২০ইং)।