ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতবিনিময় সভা
https://www.obolokon24.com/2020/01/thakurgaon.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নানা নির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও জেলার ৩টি উপজেলা সীমান্তবর্তী হওয়ায় সেসব এলাকা দিয়ে যেন মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজরদারী করার অনুরোধ জানানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নানা নির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও জেলার ৩টি উপজেলা সীমান্তবর্তী হওয়ায় সেসব এলাকা দিয়ে যেন মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজরদারী করার অনুরোধ জানানো হয়।