খলেয়ায় একুশে সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর প্রতিনিধিঃ “সমবায় শক্তি-সমবায় মুক্তি” এই প্রতিপাদ্য শ্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার খলেয়া গঞ্জিপুর বাজারে “মানবতাবোধ জাগ্রত হোক-বিবেকের তারণায়” এই বাণীতে উজ্জ্বীবিত হয়ে একুশে সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে অসহায় দরিদ্র  শীতার্ত ২৫০জন নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
এ উপলক্ষ্যে সাম্প্রতি ২রা জানুয়ারী ২০২০ রোজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খলেয়া গঞ্জিপুর বাজারস্থ সংগঠনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে প্রধান অতিথী ছিলেন-মোঃ শাহিনুর ইসলাম(উপ নিবন্ধক ও জেলা সমবায় অফিসার-অঃদাঃ-রংপুর), বিশেষ অতিথী আফতাবুজ্জামান চয়ন(উপজেলা সমবায় অফিসার-গংগাচড়া, রংপুর), সিরাজুল ইসলাম লাভলু  (সদস্য-একুশে সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিঃ ও চেয়ারম্যান-৫নং খলেয়া ইউপি, সদর, রংপুর), মোরজেদুল ইসলাম (সহকারী পরিদর্শক-উপজেলা সমবায় দপ্তর-বদরগঞ্জ, রংপুর ও সংগঠক একুশে সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিঃ), মোঃ ইকবাল (এক্সিকিউটিভ-ভাইস প্রেসিডেন্ট-সিডল্যান্ড ব্যাংক লিঃ)। একুশে সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড এর পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সম্পাদক আব্দুস ছালেক এর উপস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন-সহ-সভাপতি লাভলু মিয়া, কোষাধ্যক্ষ দিপঙ্কর সরকার, পরিচালক তাহেরুজ্জামান তাপস, ওমর ফারুক, সাবেক সভাপতি পরেশ চন্দ্র সরকার, সম্পাদক মনিরুজ্জামান মিটুল, পরিচালক রেজ্জাকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উক্ত সংগঠনের সম্মানিত সদস্য মোছাঃ শাকিলা আক্তার, আসাদুজ্জামান সোহেল, যোগেশ চন্দ্র রায়, জিয়াউর রহমান জিয়া, অশীষ কুমার মহন্ত, মাশরুফা বেগম, কামরুজ্জামান, জাহানুর মিয়া, সোহাগ শাহ্, গৌরাঙ্গ চন্দ্র সরকার, ও ভূপতি চন্দ্র সরকার সহ স্থানীয় বিশিষ্ট্যজনরা । প্রধান অতিথী বক্তব্যে উপ-নিবন্ধক ও জেলা সমবায় অফিসার মোঃ শাহীনুর ইসলাম সুবিধা বঞ্চিত গ্রামীণ কর্মহীন নারী-পুরুষদের ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদেরকে সাবলম্বীর পাশাপাশি শীতার্ত মানুষের পাশে এসে একুশে সঞ্চয় ঋণ দান সমবায় সমিতি লিমিটেড এর দাড়ানোই নিঃসন্দেহে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। এজন্য আমার দপ্তরের পক্ষ থেকে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

পুরোনো সংবাদ

রংপুর 8369611658269437772

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item