পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ উৎসবমূখর পরিবেশে ও জমকালো অনুষ্ঠান আয়োজনে মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার পাগলাপীরের দেবীপুরে ঐতিহ্যবাহী পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ বই উৎসব।
এ উপলক্ষ্যে পহেলা জানুয়ারী ২০২০ রোজ বুধবার সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠান হলরুমে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে প্রধান অতিথী ছিলেন- সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার  মোঃ আফতাবুর রহমান, বিশেষ অতিথী অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক। প্রধান শিক্ষক জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও উদ্যোক্তা মোঃ উমর ফারুক স্বাধীন এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন-শিক্ষক প্রতিনিধি মোছাঃ মোতমাইনা বেগম(সহকারী প্রধান শিক্ষক) ও শিক্ষকবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অভিভাবক, গণমাধ্যম কর্মী সহ স্থানীয় বিশিষ্ট্যজন। এর আগে প্রধান অতিথী সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ আফতাবুর রহমান অত্র প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী হতে অষ্টম শ্রেণীর ক্লাস রুম পরিদর্শন করেন। পরিদর্শনকালে, ৫৫০জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩৬৫জন ছাত্র-ছাত্রীর উপস্থিতি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি জোর দাবী করে বলেন-রংপুর জেলা তথা বিভাগের কোন প্রতিষ্ঠান অটিস্টিক বিদ্যালয় এমপিও ভূক্ত হলে তার আগে পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি অগ্রাধিকার পাবেন বলে আশা প্রকাশ করেন। এজন্য আমার দপ্তর থেকে সবধরনের সহযোগিতার দরজা খোলা আছে। সেই সঙ্গে বই বিতরণ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন-পৃথিবীর কোন দেশে বছরের প্রথম দিনে বিনামূল্যে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বই দেওয়া হয় না, তবে আমাদের দেশে দেওয়া হয়। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও তার আন্তরিকতার কারণে সম্ভব হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 386990509912030373

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item