খয়ের উদ্দিন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ “মানবতা বোধ-জাগ্রত হোক, বিবেকের তারণায়”  এই বাণীতে উজ্জ্বীবিত হয়ে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের দোনদোড়ায় গ্রাসরুট কো-অপারেশন এর পরিচালনায় খয়ের উদ্দিন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে  সোমবার (৬জানুয়ারী) দুপুর ১টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে আয়োজন করা হয় এক আলোচনা সভার।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি ও গ্রাসরুট কো-অপারেশন চেয়ারম্যান মোঃ সাফিউর রহমান সফি । গ্রাসরুট কো-অপারেশনের নির্বাহী পরিচালক সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন রাসেল এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ পল্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি আওয়ামীলীগ খলেয়া ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান হাসু শাহ্, সাধারন সম্পাদক আব্দুল মোন্নাফ, বেতগাড়ী ইউনিয়ন সভাপতি মোহাইমিন ইসলাম মারুফ, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মানিক, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সহকারী অধ্যাপক নির্মলেন্দু গোস্বামী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আওয়ামীলীগ খলেয়া ইউনিয়ন শাখার ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোকলেছুর রহমান, ৫নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম, বেতগাড়ী ইউনিয়ন শাখার ৮নং ওয়ার্ডের সভাপতি হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা এনফারুল হক, পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হাবিুবর রহমান সেলিম সহ অভিভাবকবৃন্দ। প্রধান অতিথীর বক্তব্যে সাবেক ছাত্র নেতা জননেতা মোঃ সাফিউর রহমান সফি বলেন-জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ অর্থনীতিতে এগিয়ে চলছে। ফলে শহরের ন্যায় গ্রামাঞ্চলের মানুষ উন্নত জীবন-যাপন করছেন। তিনি আরো বলেন-দেশের কোন অসহায় মানুষ বিশেষ করে অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধীরা শীতে নিদারূন কষ্টে যেন না থাকে, সেজন্য সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। পরে অতিথীবৃন্দরা ছাত্র-ছাত্রীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 947649365440489359

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item