পঞ্চগড়ে আগুনে পুড়ে সাত বাড়ি ছাই হয়ে গেছে।

মোঃ তোতা মিয়া পঞ্চগড়-
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে কাক পাড়া গ্রামে গত শনিবার রাত আনুমানিক দুইটা সময় এ দুর্ঘটনাটি ঘটে। এলাকা সূত্রে জানা যায় বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লেগে প্রায় সাতটি বাড়ি পুড়ে গেছে। এ সময় এলাকাবাসী পঞ্চগড় দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আমি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নির্ধারিত ভাবে জানাতে পারেন নাই। এলাকা সূত্রে জানা যায় আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি সবাই শ্রমিক ও খেটে খাওয়া মানুষ।
আগুনে পুড়ে যাওয়া এলাকার খবর শুনে আজ রবিবার দুপুরে পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন মহাদয়, উপজেলা নির্বাহি অফিসার সহ আরো অনেকেই পুড়ে যাওয়া অসহায় মানুষের মাঝে।২ বান্ডিল করে টিন, ৬ হাজার করে টাকা ও  শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়াও পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব মজাহারুল হক প্রধান পুড়ে যাওয়া বাড়ি ঘর এর পরিবারের সকলকে একটি করে কম্বল দিয়েছেন। এবং সকলকে সাবধান করে দিয়েছেন বৈদ্যুতিক তার থেকে যেন সকলেই সতর্ক থাকেন কেননা ওই এলাকায় এই প্রথম বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে তাই অনেকেই বিদ্যুৎ ব্যবহার ভালো করে জানেন না। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4115438893303049060

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item