নীলফামারীতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
https://www.obolokon24.com/2020/01/nilphamari_4.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপনকে ঘিরে “সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নীলফামারীতে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার(২ জানুয়ারি/২০২০) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ, জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষে ২০২০ সাল ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেতী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে বছরের প্রথম দিনে সারা বাংলাদেশে বিনামূল্যে ৩৫ কোটি পাঠ্যপুস্তক শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিম জানান, জেলা সমাজসেবা দপ্তরের আওতায় গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত জেলায় ৫৮ হাজার ১৯৫ জনকে বয়স্ক ভাতা, ২৬ হাজার ৬৪৯ জনকে বিধবা ভাতা, ২২ হাজার ৫২৬ জনকে প্রতিবন্ধী ভাতা এবং এক হাজার ৪৫৩ জনকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। #
বৃহস্পতিবার(২ জানুয়ারি/২০২০) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষে ২০২০ সাল ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেতী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে বছরের প্রথম দিনে সারা বাংলাদেশে বিনামূল্যে ৩৫ কোটি পাঠ্যপুস্তক শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিম জানান, জেলা সমাজসেবা দপ্তরের আওতায় গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত জেলায় ৫৮ হাজার ১৯৫ জনকে বয়স্ক ভাতা, ২৬ হাজার ৬৪৯ জনকে বিধবা ভাতা, ২২ হাজার ৫২৬ জনকে প্রতিবন্ধী ভাতা এবং এক হাজার ৪৫৩ জনকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। #