জলঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 
"মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জেডএ সিদ্দিকী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান ইল বান্না, অধ্যক্ষ আবেদ আলী, ওসি তদন্ত ফজলুল হক ও এসআই বদরুদ্দোজা বাদল প্রমুখ । এসময় ইউএনও  বলেন, মাদকের বিরুদ্ধে সকল স্তর থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। মাদকের ভয়াবহতা থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1674427370232264328

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item