পার্বতীপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ 
দিনাজপুরের পার্বতীপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী বেনজির হাওলাদার (৫০) কে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ শনিবার সকালে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের নের্তৃত্বে একদল রেলওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে থানায় দায়ের কৃত দুটি মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন/১৯৯০ এর ১৯ (১) টেবিলে ৭(ক) ধারায় আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় মামলার আসামী বেনজির হাওলাদারের এক বছরের কারাদন্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কিন্তু সে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে আজ শনিবার সকালে পার্বতীপুর রেলওয়ে শহরের রেলওয়ে হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে। সে পার্বতীপুর পৌরসভা এলাকার ধুপিপাড়া (ফকিরটোলা) মহল্লার মৃত শাহাদাত হাওলাদারের পুত্র। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, তার বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 7840566555220615168

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item