জানুয়ারিতে নতুন সূচি ৬৭টি ট্রেনের
https://www.obolokon24.com/2019/12/train.html
ডেস্ক: রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ৬৭টি আন্তঃনগর ট্রেনের সূচির পরিবর্তন করছে কর্তৃপক্ষ। আগামী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে নতুন সূচিতে চলবে এসব ট্রেন। এরমধ্যে পূর্বাঞ্চলে ৪৮টি ট্রেনের মধ্যে ২৮টি এবং পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে।
রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, ‘নতুন সময়সূচির বিষয়ে একাধিক বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে নতুন সময়সূচিতে চলবে ৬৭টি ট্রেন।
নতুন সময়সূচি: পূর্বাঞ্চলের ৭০১ নম্বর সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টার পরিবর্তে ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ৭০২ নম্বর সুবর্ণ বেলা ৩টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা-সিলেট রুটের পারাবত সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিট ছেড়ে যাবে। পারাবত সিলেট থেকে বেলা ৩টার পরিবর্তে ৩টা ৪৫ মিনিট ছেড়ে যাবে। জয়ন্তিকা (ঢাকা-সিলেট) বেলা ১২টার পরিবর্তে দুপুর ১১টা ৪৫ মিনিটে, জয়ন্তিকা (সিলেট-ঢাকা) সকাল ৮টা ৪০-এর পরিবর্তে বেলা ১১টা ১৫ মিনিটে, মহানগর এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম) রাত ৯টার পরিবর্তে ৯টা ২০ মিনিটে, অগ্নিবীণা (ঢাকা-তারাকান্দি) ৯টা ৪৫-এর পরিবর্তে ৯টা ৫০ মিনিটে, অগ্নিবীণা (তারাকান্দি-ঢাকা) ৪টা ৫০-এর পরিবর্তে ৫টা ২০ মিনিটে, এগারসিন্দুর প্রভাতী (কিশোরগঞ্জ-ঢাকা) সকাল ৬টা ৫০-এর পরিবর্তে ৬টা ৩০ মিনিটে, উপবন (ঢাকা-সিলেট) রাত ৯টা ৫০-এর পরিবর্তে ৮টা ৩০ মিনিটে, উপবন (সিলেট-ঢাকা) রাত ১০টার পরিবর্তে ১১টা ৩০ মিনিটে, ব্রহ্মপুত্র (ঢাকা-দেওয়ানগঞ্জ) সন্ধ্যা ৬টার পরিবর্তে ৬টা ১৫ মিনিটে, যমুনা (ঢাকা-তারাকান্দি) বিকেল ৪টা ৪০-এর পরিবর্তে ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে।
এছাড়া যমুনা (তারাকান্দি-ঢাকা) দিবাগত রাত ২টা ১০ মিনিটের পরিবর্তে রাত ২টায় ছেড়ে যাবে, এগারসিন্দুর গোধূলি (ঢাকা-কিশোরগঞ্জ) সন্ধ্যা ৬টা ৩০-এর পরিবর্তে ৬টা ৪০ মিনিটে, এগারসিন্দুর গোধূলি (কিশোরগঞ্জ-ঢাকা) দুপুর ১২টা ৩০-এর পরিবর্তে ১২টা ৫০ মিনিটে, কালনী (সিলেট-ঢাকা) সকাল ৭টার পরিবর্তে ৬টা ১৫ মিনিটে, হাওর (ঢাকা-মোহনগঞ্জ) রাত ১১টা ৫০-এর পরিবর্তে ১০টা ১৫ মিনিটে, হাওর (মোহনগঞ্জ-ঢাকা) সকাল ৮টা ৩০ মিনিটের পরিবর্তে ৮টায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস (ঢাকা-কিশোরগঞ্জ) সকাল ১০টা ৩৫-এর পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে, কিশোরগঞ্জ এক্সপ্রেস (কিশোরগঞ্জ-ঢাকা) বেলা ২টা ৪০-এর পরিবর্তে বিকেল ৪টায়, বিজয় (চট্টগ্রাম-ময়মনসিংহ) সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টায়, বিজয় (ময়মনসিংহ-চট্টগ্রাম) রাত ৮টার পরিবর্তে ৮টা ৩০ মিনিটে, মোহনগঞ্জ এক্সপ্রেস (মোহনগঞ্জ-ঢাকা) রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে ৯টায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
অন্যদিকে পশ্চিমাঞ্চল রেল রুটের বেনাপোল এক্সপ্রেস বর্তমানে ঢাকা থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে গেলেও নতুন টাইম টেবিলে ছাড়বে ১১টা ৫০ মিনিটে। নতুন চালু হওয়া পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩ নম্বর ট্রেন) রাত ১২টা ১০ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। এছাড়াও ৭০৫ নম্বর একতা এক্সপ্রেসের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ১৫ মিনিট বাড়িয়ে সকাল ৭টা ১৫ মিনিট, ৭০৬ নম্বর একতা এক্সপ্রেসের সময় ১০ মিনিট বেড়ে রাত ৯টা করা হয়েছে।
এছাড়া ৭১৩ নম্বর করতোয়া ৯টার পরিবর্তে ৯টা ১৫ মিনিট, ৭১৪ নম্বর করতোয়া বেলা ৩টা ৪০-এর পরিবর্তে ৪টা, ৭১৫ নম্বর কপোতাক্ষ সকাল ৬টা ৩০-এর পরিবর্তে ৬টা ১৫ মিনিট, ৭২৫ নম্বর সুন্দরবন রাত ৮টা ৩০-এর পরিবর্তে ১০টা ১৫ মিনিট, ৭২৬ নম্বর সুন্দরবন সকাল ৬টা ২০-এর পরিবর্তে ৮টা ১৫ মিনিট, ৭২৮ নম্বর রূপসা সকাল ৮টার পরিবর্তে ৮টা ৩০ মিনিট, ৭৩৪ নম্বর তিতুমীর বেলা ২টার পরিবর্তে ২টা ২০ মিনিট, ৭৫১ নম্বর লালমনি রাত ১০টা ১০-এর পরিবর্তে ৯টা ৪৫ মিনিট, ৭৫২ নম্বর লালমনি রাত ১০টা ৪০-এর পরিবর্তে ১০টা ২০ মিনিট, ৭৫৩ নম্বর সিল্কসিটি বেলা ২টা ৪০-এর পরিবর্তে ২টা ৪৫ মিনিট, ৭৫৮ নম্বর দ্রুতযান সকাল ৯টা ১৫-এর পরিবর্তে ৮টা ১০ মিনিট, ৭৫৯ নম্বর পদ্মা রাত ৯টা ১০ মিনিটের পরিবর্তে ৯টা, ৭৬১ নম্বর সাগরদাঁড়ি বেলা ৩টার পরিবর্তে ৪টা, ৭৬৩ নম্বর চিত্রা সকাল ৮টা ৪০-এর পরিবর্তে ৯টা, ৭৬৫ নং নীলসাগর সকাল ৮টার পরিবর্তে ৬টা ৪০, ৭৬৬ নং নীলসাগর রাত ৯টা ২০-এর পরিবর্তে ৮টা, ৭৬৭ নম্বর দোলনচাঁপা বেলা ১টা ৩০-এর পরিবর্তে ১টা ২০ মিনিট, ৭৬৮ নং দোলনচাঁপা সকাল ৬টা ১০-এর পরিবর্তে ৬টা ১৫ মিনিট, ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস সকাল ৯টার পরিবর্তে ৯টা ১৫ মিনিট, ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস রাত ৮টার পরিবর্তে ৮টা ২০ মিনিট, ৭৭৯ নম্বর পাবনা এক্সপ্রেস বেলা ২টার পরিবর্তে ভোর ৫টা ৪৫ মিনিট, ৭৮০ নম্বর পাবনা এক্সপ্রেস সকাল ১০টা ৪০-এর পরিবর্তে বিকাল ৫টা, ৭৮৩ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেস সকাল ৮টা ১০-এর পরিবর্তে ৬টা ৩০ মিনিট, ৭৮৪ নং টুঙ্গিপাড়া এক্সপ্রেস সকাল ৯টা ২০-এর পরিবর্তে বেলা ৩টা ৩০ মিনিটে গন্তব্যের উদ্দেশে প্রারম্ভিক স্টেশন ছেড়ে যাবে।
রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, ‘নতুন সময়সূচির বিষয়ে একাধিক বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে নতুন সময়সূচিতে চলবে ৬৭টি ট্রেন।
নতুন সময়সূচি: পূর্বাঞ্চলের ৭০১ নম্বর সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টার পরিবর্তে ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ৭০২ নম্বর সুবর্ণ বেলা ৩টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা-সিলেট রুটের পারাবত সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিট ছেড়ে যাবে। পারাবত সিলেট থেকে বেলা ৩টার পরিবর্তে ৩টা ৪৫ মিনিট ছেড়ে যাবে। জয়ন্তিকা (ঢাকা-সিলেট) বেলা ১২টার পরিবর্তে দুপুর ১১টা ৪৫ মিনিটে, জয়ন্তিকা (সিলেট-ঢাকা) সকাল ৮টা ৪০-এর পরিবর্তে বেলা ১১টা ১৫ মিনিটে, মহানগর এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম) রাত ৯টার পরিবর্তে ৯টা ২০ মিনিটে, অগ্নিবীণা (ঢাকা-তারাকান্দি) ৯টা ৪৫-এর পরিবর্তে ৯টা ৫০ মিনিটে, অগ্নিবীণা (তারাকান্দি-ঢাকা) ৪টা ৫০-এর পরিবর্তে ৫টা ২০ মিনিটে, এগারসিন্দুর প্রভাতী (কিশোরগঞ্জ-ঢাকা) সকাল ৬টা ৫০-এর পরিবর্তে ৬টা ৩০ মিনিটে, উপবন (ঢাকা-সিলেট) রাত ৯টা ৫০-এর পরিবর্তে ৮টা ৩০ মিনিটে, উপবন (সিলেট-ঢাকা) রাত ১০টার পরিবর্তে ১১টা ৩০ মিনিটে, ব্রহ্মপুত্র (ঢাকা-দেওয়ানগঞ্জ) সন্ধ্যা ৬টার পরিবর্তে ৬টা ১৫ মিনিটে, যমুনা (ঢাকা-তারাকান্দি) বিকেল ৪টা ৪০-এর পরিবর্তে ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে।
এছাড়া যমুনা (তারাকান্দি-ঢাকা) দিবাগত রাত ২টা ১০ মিনিটের পরিবর্তে রাত ২টায় ছেড়ে যাবে, এগারসিন্দুর গোধূলি (ঢাকা-কিশোরগঞ্জ) সন্ধ্যা ৬টা ৩০-এর পরিবর্তে ৬টা ৪০ মিনিটে, এগারসিন্দুর গোধূলি (কিশোরগঞ্জ-ঢাকা) দুপুর ১২টা ৩০-এর পরিবর্তে ১২টা ৫০ মিনিটে, কালনী (সিলেট-ঢাকা) সকাল ৭টার পরিবর্তে ৬টা ১৫ মিনিটে, হাওর (ঢাকা-মোহনগঞ্জ) রাত ১১টা ৫০-এর পরিবর্তে ১০টা ১৫ মিনিটে, হাওর (মোহনগঞ্জ-ঢাকা) সকাল ৮টা ৩০ মিনিটের পরিবর্তে ৮টায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস (ঢাকা-কিশোরগঞ্জ) সকাল ১০টা ৩৫-এর পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে, কিশোরগঞ্জ এক্সপ্রেস (কিশোরগঞ্জ-ঢাকা) বেলা ২টা ৪০-এর পরিবর্তে বিকেল ৪টায়, বিজয় (চট্টগ্রাম-ময়মনসিংহ) সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টায়, বিজয় (ময়মনসিংহ-চট্টগ্রাম) রাত ৮টার পরিবর্তে ৮টা ৩০ মিনিটে, মোহনগঞ্জ এক্সপ্রেস (মোহনগঞ্জ-ঢাকা) রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে ৯টায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
অন্যদিকে পশ্চিমাঞ্চল রেল রুটের বেনাপোল এক্সপ্রেস বর্তমানে ঢাকা থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে গেলেও নতুন টাইম টেবিলে ছাড়বে ১১টা ৫০ মিনিটে। নতুন চালু হওয়া পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩ নম্বর ট্রেন) রাত ১২টা ১০ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। এছাড়াও ৭০৫ নম্বর একতা এক্সপ্রেসের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ১৫ মিনিট বাড়িয়ে সকাল ৭টা ১৫ মিনিট, ৭০৬ নম্বর একতা এক্সপ্রেসের সময় ১০ মিনিট বেড়ে রাত ৯টা করা হয়েছে।
এছাড়া ৭১৩ নম্বর করতোয়া ৯টার পরিবর্তে ৯টা ১৫ মিনিট, ৭১৪ নম্বর করতোয়া বেলা ৩টা ৪০-এর পরিবর্তে ৪টা, ৭১৫ নম্বর কপোতাক্ষ সকাল ৬টা ৩০-এর পরিবর্তে ৬টা ১৫ মিনিট, ৭২৫ নম্বর সুন্দরবন রাত ৮টা ৩০-এর পরিবর্তে ১০টা ১৫ মিনিট, ৭২৬ নম্বর সুন্দরবন সকাল ৬টা ২০-এর পরিবর্তে ৮টা ১৫ মিনিট, ৭২৮ নম্বর রূপসা সকাল ৮টার পরিবর্তে ৮টা ৩০ মিনিট, ৭৩৪ নম্বর তিতুমীর বেলা ২টার পরিবর্তে ২টা ২০ মিনিট, ৭৫১ নম্বর লালমনি রাত ১০টা ১০-এর পরিবর্তে ৯টা ৪৫ মিনিট, ৭৫২ নম্বর লালমনি রাত ১০টা ৪০-এর পরিবর্তে ১০টা ২০ মিনিট, ৭৫৩ নম্বর সিল্কসিটি বেলা ২টা ৪০-এর পরিবর্তে ২টা ৪৫ মিনিট, ৭৫৮ নম্বর দ্রুতযান সকাল ৯টা ১৫-এর পরিবর্তে ৮টা ১০ মিনিট, ৭৫৯ নম্বর পদ্মা রাত ৯টা ১০ মিনিটের পরিবর্তে ৯টা, ৭৬১ নম্বর সাগরদাঁড়ি বেলা ৩টার পরিবর্তে ৪টা, ৭৬৩ নম্বর চিত্রা সকাল ৮টা ৪০-এর পরিবর্তে ৯টা, ৭৬৫ নং নীলসাগর সকাল ৮টার পরিবর্তে ৬টা ৪০, ৭৬৬ নং নীলসাগর রাত ৯টা ২০-এর পরিবর্তে ৮টা, ৭৬৭ নম্বর দোলনচাঁপা বেলা ১টা ৩০-এর পরিবর্তে ১টা ২০ মিনিট, ৭৬৮ নং দোলনচাঁপা সকাল ৬টা ১০-এর পরিবর্তে ৬টা ১৫ মিনিট, ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস সকাল ৯টার পরিবর্তে ৯টা ১৫ মিনিট, ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস রাত ৮টার পরিবর্তে ৮টা ২০ মিনিট, ৭৭৯ নম্বর পাবনা এক্সপ্রেস বেলা ২টার পরিবর্তে ভোর ৫টা ৪৫ মিনিট, ৭৮০ নম্বর পাবনা এক্সপ্রেস সকাল ১০টা ৪০-এর পরিবর্তে বিকাল ৫টা, ৭৮৩ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেস সকাল ৮টা ১০-এর পরিবর্তে ৬টা ৩০ মিনিট, ৭৮৪ নং টুঙ্গিপাড়া এক্সপ্রেস সকাল ৯টা ২০-এর পরিবর্তে বেলা ৩টা ৩০ মিনিটে গন্তব্যের উদ্দেশে প্রারম্ভিক স্টেশন ছেড়ে যাবে।