ঠাকুরগাঁওয়ে বাড়ী ভাড়ার আড়ালে চুরির পরিকল্পনা,চক্রের ৬ সদস্য আটক
https://www.obolokon24.com/2019/12/thakurgaon_8.html
আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বাড়ী ভাড়ার আড়ালে চুরির পরিকল্পনার অভিযোগে ৬ জন চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী জোত পাড়া চা বিক্রেতা মোতালেবের বাড়ী থেকে চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।
সরজমিনে গিয়ে জানা যায়, কচুবাড়ী জোতপাড়া গ্রামের চা বিক্রেতা মোতাবের বাসায় চোর চক্রের আটজন সদস্য ২ মাস আগে ভুল্লী বাজারে কাজ করার কথা বলে বাড়ী ভাড়া নেয়। কিছু দিন যাবত থেকে স্থানীয়দের চোর চক্রের সদস্যদের চলা ফেরায় সন্দেহ হয়। বিষয়টি ইউপি সদস্যকে জানালে রবিবার রাত ১০টায় স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন গ্রাম্য পুলিশকে নিয়ে মোতালেবের বাসায় তল্লাশি চালায়। এ সময় চোর চক্রের ২ মহিলা সদস্য পালিয়ে যায় অন্য সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে আটক করে। ইউপি সদস্য আবুল হোসেন বলেন আমাদের প্রতিনিধিকে বলেন, চোর চক্রের সদস্যরা বাড়ী ভাড়ার আড়ালে তারা বিভিন্ন জায়গায় চুরি করে। তারা দিনের বেলা ঘুমায় রাতের সময় বাসায় থাকেনা। এ বিষয়টি আমাকে জানালে আমি চা বিক্রেতা মোতালেবের বাসায় তল্লাশি চালাই। ঠাকুরগাঁও সদর থানার তদন্ত অফিসার (ওসি) মুর্তোজা বলেন, চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুইজন মহিলা পালিয়ে গেছে। তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এ সময় তাদের কাছে থেকে দেশীয় চুরির যন্ত্রাংশ পাওয়া যায়। এদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, চোর চক্রের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে এসে এখানে একত্রিত হয়। এ দিকে বাড়ীর মালিক মোতালেব বাসা থেকে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি মোতালেব চোর চক্রের সাথে জড়িত আছে তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য পাওয়া যাবে উল্লেখ্য, গত কয়েকদিনে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী আশে পাশে এলাকায় বেশ কিছু বাড়ী থেকে গরু,মোটরসাইকেল ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে।