নীলফামারীতে ধান ক্রয় অভিযান শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥ নীলফামারীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু করেছে জেলা খাদ্য বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তালিকা থেকে অ্যাপসের মাধ্যমে লটারি করে বাছাই করা হচ্ছে কৃষকদের। লটারিতে স্থান পাওয়া কৃষকদের প্রতিমণ ধান সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা দরে কেনা হচ্ছে। এতে একজন কৃষক সর্বোচ্চ ১ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন।
আজ মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকালে জেলা সদরের খাদ্য গুদামে ধান ক্রয় অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার, জেলা কৃষি বিভাগের অতিরিক উপ-পরিচালক এনামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান, খাদ্যগুদাম কর্মকর্তা শাহ্ মোহাম্মদ শাহেদুর রহমান প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, জেলার ছয় উপজেলা ও চার পৌরসভায় এবার উম্মুক্ত লটারীর মাধ্যমে বাছাই করে প্রতি কৃষকের কাছ থেকে এক মেট্রিকটন করে মোট ১২ হাজার ৮০৭ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। কৃষকরা প্রতি কেজির দাম পাবেন ২৬ টাকা দরে। ক্রয় অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। #

পুরোনো সংবাদ

নীলফামারী 8359745200248012939

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item