নীলফামারীর তিস্তারপাড়ের প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ
https://www.obolokon24.com/2019/12/nilphamari_24.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারী জেলার তিস্তাপাড়ের প্রতিবন্ধী ও সাবেক ছিটমহলে আড়াইশত শীতবস্ত্র বিতরন করেছে নীলফামারী শাখামাছাহাট ফেসবুক গ্রুপের সদস্যরা।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুপুর হতে বিকাল পর্যন্ত ডিমলা উপজেলার সাবেক ছিটমহল ফরাদ নগরে ৫০ জন বৃদ্ধ ও বৃদ্ধাকে এবং একই উপজেলার তিস্তা নদীর এলাকা ঝুনাগাছচাঁপানীতে দুইশতাধিক প্রতিবন্ধীকে একটি করে কম্বল ও একটি সোয়েটার বিতরন করে শাখামাছাহাট ফেসবুক গ্রুপ। এ সময় এই গ্রুপের সদস্য ফৌজিয়া ইয়াসমিন জলি, তাহমিন হক ববী, মোহাম্মদ নুরুল করিব, অয়ন মাহমুদ, এস,কে হিমেল রায়, বাদশা রহমান, ইনজামাম-উল-হক নির্ণয় প্রমুখ উপস্থিত ছিলেন। #
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুপুর হতে বিকাল পর্যন্ত ডিমলা উপজেলার সাবেক ছিটমহল ফরাদ নগরে ৫০ জন বৃদ্ধ ও বৃদ্ধাকে এবং একই উপজেলার তিস্তা নদীর এলাকা ঝুনাগাছচাঁপানীতে দুইশতাধিক প্রতিবন্ধীকে একটি করে কম্বল ও একটি সোয়েটার বিতরন করে শাখামাছাহাট ফেসবুক গ্রুপ। এ সময় এই গ্রুপের সদস্য ফৌজিয়া ইয়াসমিন জলি, তাহমিন হক ববী, মোহাম্মদ নুরুল করিব, অয়ন মাহমুদ, এস,কে হিমেল রায়, বাদশা রহমান, ইনজামাম-উল-হক নির্ণয় প্রমুখ উপস্থিত ছিলেন। #