ফুলবাড়ীতে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেদী হাসান উজ্জল,ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ তম প্রতিষ্ঠা  বার্ষিকী পালন করা হয়েছে।
সকাল ১১টায় ফুলবাড়ী থেকে প্রকাশিত দৈনিক দেশ মা পত্রিকা কার্যালয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফুলবাড়ী সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সার্বিক ব্যবস্থাপনায়, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান।
ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুম্মান আক্তার,
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, প্রবীণ শিক্ষক শিব নারায়ণ গুপ্ত, দৈনিক দেশ মা প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম এবং স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার ফুলবাড়ী সংবদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।
এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক খোলা কাগজ প্রতিনিধি প্রভাষক আজিজুল হক সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি শিক্ষক আনোয়ার সাদাত, কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, সাংগঠনিক সম্পাদ দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি খোরশেদ আলম, দপ্তর সম্পাদক দৈনিক আমার সময় প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক দেশ মা প্রতিবেদক শিক্ষক মোস্তাক আহম্মদ, মাহামুদুল হাসান রুবেল, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনতা প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রজব আলী প্রমুখ।
শেষে অতিথিদ্বয় যৌথভাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজনসহ শিক্ষার্থীরা অংশ নেন।#

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5180211944406808273

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item