পার্বতীপুরে গভীর রাতে দুস্হ অসহায় শীতার্তদের পাশে ইউএনও
https://www.obolokon24.com/2019/12/dinajpur_22.html
এম এ আলম বাবলু,পার্বতীপুরঃ
গত কয়েক দিনের হাঁড় কাঁপানো শীতে যখন জন জীবন স্হবির হয়ে পড়েছে,দুস্হ অসহায় মানুষেরা যখন শীতের কাছে পরাস্হ ঠিক সেই মূহুর্তে মানুষের এই দুঃখ কষ্টকে স্বচক্ষে দেখতে এবং তাদের সাহায্য করতে গভীর রাতে শীত বস্ত্র হাতে রেলওয়ে জংশনে ছুটে গিয়ে তাদের গায়ে শীত বস্ত্র জড়িয়ে দিয়ে মহানুভাবতা দেখিয়েছেন পার্বতীপুরের সুযোগ্য ইউএনও শাহনাজ মিথুন মুন্নী।
শনিবার গভীর রাতে হঠাৎ করেই পার্বতীপুর রেলওয়ে জংশনে গিয়ে হাজির হন ইউএনও। জংশন এলাকা ঘুরে ঘুরে শীতে নতজানু হয়ে পড়া দুস্হঃ অসহায় শীতার্তদের খুঁজে বের করে তাদের গায়ে শীত বস্ত্র জড়িয়ে দেন। তাঁকে কাছে পেয়ে শীতার্তরা আনন্দে আপ্লুত হয়ে পড়ে। পার্বতীপুরের প্রথম নারী ইউএনও'র মানব কল্যানকর এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে।
গত কয়েক দিনের হাঁড় কাঁপানো শীতে যখন জন জীবন স্হবির হয়ে পড়েছে,দুস্হ অসহায় মানুষেরা যখন শীতের কাছে পরাস্হ ঠিক সেই মূহুর্তে মানুষের এই দুঃখ কষ্টকে স্বচক্ষে দেখতে এবং তাদের সাহায্য করতে গভীর রাতে শীত বস্ত্র হাতে রেলওয়ে জংশনে ছুটে গিয়ে তাদের গায়ে শীত বস্ত্র জড়িয়ে দিয়ে মহানুভাবতা দেখিয়েছেন পার্বতীপুরের সুযোগ্য ইউএনও শাহনাজ মিথুন মুন্নী।
শনিবার গভীর রাতে হঠাৎ করেই পার্বতীপুর রেলওয়ে জংশনে গিয়ে হাজির হন ইউএনও। জংশন এলাকা ঘুরে ঘুরে শীতে নতজানু হয়ে পড়া দুস্হঃ অসহায় শীতার্তদের খুঁজে বের করে তাদের গায়ে শীত বস্ত্র জড়িয়ে দেন। তাঁকে কাছে পেয়ে শীতার্তরা আনন্দে আপ্লুত হয়ে পড়ে। পার্বতীপুরের প্রথম নারী ইউএনও'র মানব কল্যানকর এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে।