ডিমলায় উন্নত পদ্ধতিতে মাছচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
https://www.obolokon24.com/2019/12/dimla_23.html
ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন নারী-পুরুষ মৎস্য চাষীকে নিয়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে ২২ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী বিভা রায়ের সঞ্চলনায় উক্ত প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষক প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার মোছা: শামীমা আক্তার।
উল্লেখ্য, ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চার দিনে দুই ব্যাচে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন করে ৬০ জন নারী/পুরুষকে উন্নত পদ্ধতিতে মাছচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হবে।