কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ,নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ

হাফিজুর রহমান হৃদয় , কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
আজ ১২ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে শহর জুড়ে শোভা পাচ্ছে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন। স্থানীয় নেতা-কর্মীদের প্রত্যাশা সম্মেলনের মধ্য দিয়ে বেড়িয়ে আসবে পরিক্ষিত নতুন নেতৃত্ব।
জেলার ৯ উপজেলার মধ্যে ৩টি উপজেলার সম্মেলন শেষ করতে পেরেছে জেলা আওয়ামীলীগ। এমন অবস্থায় অনুষ্ঠিত হচ্ছে জেলা সম্মেলন। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এই সম্মেলনে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হবেন নতুন নেতৃত্ব। নতুন-পুরাতন কে আসবেন এই নিয়ে নেতা-কর্মীদের মাঝে চলছে জল্পনা-কল্পনা।

কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের যুগ্ম  সম্পাদক, সাঈদ হাসান লোবান, বলেন,
ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে দলের ভিতর নেতৃত্ব নির্বাচনে নানা জল্পনা-কল্পনা থাকলেও দলীয় সভানেত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত বলে মনে করছেন স্থানীয় নেতারা।

জেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক এস এম আব্রাহাম লিংকন জানান, ৩ বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা সম্মেলন। তবে নতুন নেতৃত্বের দাবীদাররা বলছেন নির্বাচিত হলে ৩ বছর পর পর সম্মেলনের ব্যবস্থা করবেন। সম্মেলনে নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন এ নেতা।

কুড়িগ্রাম জেলা সম্মেলনে ৯ উপজেলা, ৩ পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলররা নেতৃত্ব নির্বাচিত করবেন। সম্মেলনে উপস্থিত হবার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সর্বশেষ ২০১৩ সালের ৬ ফ্রেব্রয়ারী সম্মেলনে সভাপতি পদে আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এবং সাধারন সম্পাদক পদে মোঃ জাফর আলী নির্বাচিত হয়েছিলেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 1385451630251358617

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item