কাল খলেয়ায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
https://www.obolokon24.com/2019/07/rangpur_39.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর প্রতিনিধিঃ আগামীকাল ২৫ জুলাই ২০১৯ রোজ বৃহস্পতিবার রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। জানা যায় খলেয়া ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯,৯৫৬ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১০,০২২ জন, মহিলা ভোটার ৯,৯৩৪ জন । উক্ত উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহন করেছেন। প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রভাষক মোঃ মোক্তালেবুল হক, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ সিরাজুল ইসলাম লাভলু এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মোঃ মাসুদ রানা। জানা গেছে খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন গত ২৪ মার্চ ২০১৯ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি অংশগ্রহন করায় উক্ত খলেয়া ইউপি’র চেয়ারম্যান পদটি শুন্য হয়। এর ফলে আগামীকাল ২৫ জুলাই রোজ বৃহস্পতিবার উক্ত চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনকে ঘিরে ৩ প্রাথী ও তাদের কর্মী সমর্থকরা নির্বাচনে জয়লাভের প্রত্যাশায় চোখের ঘুম হারাম করে দিবারাত্রি গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের মধ্যে সবচেয়ে ভালো শক্তিশালী অবস্থানে আছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কা নিয়ে মোঃ সিরাজুল ইসলাম লাভলু। তিনি গত ইউপি নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে অংশগ্রহন করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। কিন্তু এবার উপ নির্বাচনে সেই আসনটি উদ্ধারে মরিয়া হয়ে উঠেছেন তার দল খলেয়া ইউনিয়ন জাতীয় পার্টি সহ অঙ্গসংঠনের নেতাকর্মীরা। অপরদিকে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রভাষক মোক্তালেবুল হক পিছিয়ে নেই, তিনিও দলীয় নেতাকর্মীদের নিয়ে পুরো মাঠ চষে বেড়াচ্ছেন। প্রার্থী নবাগত হলেও হাজারো হোক ক্ষমতাশীন দল আওয়ামীলীগের তিনি প্রার্থী। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও চেয়ারম্যান পদে জয়লাভের প্রত্যাশায় তার দল খলেয়া ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গসংগঠন নেতাকর্মীরা মরিয়া হয়ে উঠছেন। স্বতন্ত্রপ্রার্থী মাসুদ রানা নবাগত হলেও উপ নির্বাচনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির ২ প্রার্থীর চোখের ঘুম কেড়ে নিয়েছেন। তিনি। নিবাচনে জয়লাভের প্রত্যাশায় পুরো মাঠে চষে বেড়াচ্ছেন। তবে খলেয়া ইউনিয়নের আগামী দু’বছরের জন্য কে হবে চেয়ারম্যান, তা নির্ভর করছে, আগামীকাল ২৫ জুলাই বৃহস্পতিবার ইউনিয়নের সর্বপুরি জনগণের ভোটদানের উপর।