গঙ্গাচড়ায় গৃহবধুকে মারপিট করে চুল কেটে দিল প্রতিপক্ষরা
https://www.obolokon24.com/2019/07/rangpur_25.html
সফিয়ার কাজল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের গঙ্গাচড়ায় তুচ্ছ ঘটনায় আক্তারা বেগম নামে এক গৃহবধুকে মারপিট করে তার মাথার চুল কেটে দিয়েছে প্রতিপক্ষরা। ভূক্তভোগী নারী জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও এলাকাবাসীসূত্রে জানা যায় উপজেলার বড়বিল ইউনিয়নের ঠাকুরাদহ হাট সংলগ্ন গ্রামের আয়নাল হকের পুত্র আরিফ মিয়া (২৫) প্রায় এক মাস পূর্বে তার প্রতিবেশী আবাসনে বসবাসরত আলমগীর হোসেনের স্ত্রী আক্তারা বেগমের মাধ্যমে একটি মোবাইল ফোন পৌঁছে দেন একই গ্রামের লাল মিয়ার মেয়ে বৃষ্টি বেগমকে। মোবাইল দেওয়ার বিষয়টি জানতে পেরে বৃষ্টি’র বাবা লাল মিয়া ও তার আত্মীয়-স্বজনরা গত ২০ জুলাই সন্ধ্যায় আবাসনের ঘরে থাকা আক্তারা বেগমকে মারপিট করে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা পুনঃরায় মারপিট করে জোরপূর্বক আক্তারার মাথার অর্ধেক চুল কেটে দিয়ে তার মুখে চুনকালি লাগানোসহ গলায় জুতা ও ঝাড়– বেঁধে দেওয়ার অপচেষ্টা করে। এক পর্যায়ে লাল মিয়া ও তার আত্মীয়-স্বজনরা আক্তারা’র ধস্তাধস্তির কারণে গলায় জুতা ও ঝাড়– বেঁধে দিতে ব্যর্থ হয়ে তাকে আটক করে রাখে। খবর পেয়ে ইউ.পি সদস্য সাইফুল ইসলাম এলাকাবাসীর সহযোগিতায় আটক আক্তারা বেগমকে লাল মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে। এ ব্যাপারে ইউ.পি সদস্য সাইফুল ইসলাম আক্তারা বেগমের অর্ধেক চুল কাটার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তাকে আমি আটক অবস্থায় লাল মিয়ার বাড়ি থেকে উদ্ধার করেছি। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।