গঙ্গাচড়ায় গুজব বন্ধে পুলিশের প্রচারণা

সফিয়ার কাজল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ঃ 
গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না জনগণকে সচেতন করার জন্য উপজেলায় মাইকিং, উঠান বৈঠক সহ নানারকম প্রচারণা চালাচ্ছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। সম্প্রতি পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে; এ গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মর্মান্তিকভাবে বেশ কয়েকজন নিরাপরাধ ব্যক্তি নিহত হয়। এ গুজব থেকে জনগণকে সচেতন করার জন্য এসব সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করেছে থানা পুলিশ। গত কয়েকদিন থেকে উপজেলার সর্বত্র মাইকিং করে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করছে থানা পুলিশ। কোন ধরণের গুজবে কান না দিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সভা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার একাধিক স্থানে পথসভা করেছে থানা পুলিশ। এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, একটি কুচক্রীমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য গুজব ছড়াচ্ছে। গুজবের দ্বারা কোন অপরাধ সংঘঠিত হলে তা রাষ্ট্রবিরোধী কাজের সামিল। এ ধরণের কাজ থেকে তিনি জনগণকে বিরত থাকার অনুরোধ জানান।

পুরোনো সংবাদ

রংপুর 7815873882079103352

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item