জলঢাকায় প্রধান শিক্ষকদের নিয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 
ছেলেধরা' গুজবকে কেন্দ্র করে নীলফামারীর জলঢাকা উপজেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম মোকতাদির বিল্লাহ্, মুসফিকুর রহমান, আতাউল গনী ওসমানী, হাবিবুর রহমান, দীলিপ কুমার রায়, কৃষ্ণা বিস্বাস প্রমুখ। প্রধান অতিথি বলেন ছেলেধরার ঘটনায় নিরীহ মানুষ গণপিটুনির স্বীকার হচ্ছে। কাল্লাকাটা গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের মাঝে আতংক সৃষ্টি করা হচ্ছে। শিক্ষার্থীদের জড়িয়ে এ ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সব প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
এছাড়াও স্কুলে স্কুলে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা করারও কথা বলেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের  ৩শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 150686824577965078

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item