সুন্দরগঞ্জে বন্যা সহিষ্ণু ধানের ভাসমান বীজতলা

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যা সহিষ্ণু ব্রি- ৫১ প্রজাতের ধানের ভাসমান বীজতলায় আশাব্যঞ্জক রূপ ধারণ করেছে।
জানা যায়, চলমান বন্যায় উপজেলার নিম্নাঞ্চলের বীজতলায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এসব বীজতলায় ধানের চারা বিনষ্ট হওয়ায় উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ভাসমান বীজতলায় চারা জন্মানোর জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করণ করতে বন্যা সহিষ্ণু প্রজাতের ব্রি- ৫১ ধানের বীজ প্রদান করে তা সঠিক পরিচর্যা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এমন একটি বীজতলায় উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কৃষক রাজু মিয়াকে পরামর্শ দেন উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা- আব্দুর রাজ্জাক, এসএম সরওয়ার হোসেন ও মোশাররফ হোসেন। এব্যাপারে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ জানান, ব্রি- ৫১ প্রজাতের ধানের চারা রোপনের পর প্রায় পক্ষকাল  (১৪ দিন) পর্যন্ত পানি নিচে নিমজ্জিত থাকলেও আশানুরূপ ফলনে কোন সমস্যা হয় না। ব্রি- ৫১ প্রজাতের ধান বন্যা সহিষ্ণু হিসেবে বন্যা কবলিত এলাকা সমুহে কৃষকদেরকে উদ্বুদ্ধ করণসহ সঠিক পরামর্শ ও পরিচর্যার ক্ষেত্রে উপজেলা কৃষি বিভাগ বদ্ধপরিকর। রামজীবন ইউনিয়নের রামজীবন ব্লকে দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা- আব্দুল রাজ্জাক জানান, তার ব্লকের কৃষক রাজু মিয়াকে ৫ কেজি ধানবীজ প্রদান করা হয়। যা সুন্দরগঞ্জ- গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের পাশে ডোমেরহাট সংলগ্ন জলাশয়ে ভাসমান বীজতলায় বর্তমানে চারাগুলো সুন্দর ও দৃশ্যমান। এধানের চারা রোপণের ১শ’ ২৫ থেকে ১শ’ ৩০ দিনের মধ্যে ধান কর্তন করা যায়। উৎপাদনের ক্ষেত্রে আশানুরূপ ফলন সম্ভব। হেক্টর প্রতি প্রায় ৬ মেট্টিক টন ধান উৎপাধন সম্ভব। এ ধানের চালের ভাত সু-স্বাদু ও মজাদার। এ ধান শুধুমাত্র খরিপ-২ বা আমণ মৌসূমের জন্য চাষোপযোগি।
 এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা- কৃষিবিদ সৈয়দ রেজা-ই- মাহমুদ জানান, এবারে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে  বন্যা কবলিত কৃষকদেরকে বন্যা সহিষ্ণ ধান (ব্রি- ৫১) চাষে উদ্বুদ্ধ করণের জন্য ৩২টি ভাসমান বীজতলা স্থাপন করা হয়েছে। এসব বীজতলায ইতোমধ্যে জন্মানো চারাগুলো রোপণযোগ্য হয়েছে। বীজতলায় এ ধানের চারার বয়সকাল ২৫ থেকে ৩০ দিন। প্রতিটি ভাসমান বীজতলায় ৫ কেজি করে ধানবীজ বপণ করা হয়েছে। প্রতি ৫ কেজি করে ধানের চারায় ৫০ শতক থেক ৫৫ শতক জমিতে রোপণ করা সম্ভব। ব্রি- ৫১ প্রজাতের ধান বন্যা সহিষ্ণু হওয়ায় নিম্নাঞ্চল, বন্যাঞ্চল বা জলাবদ্ধ জমিতে চাষে কোন সমস্যা নেই। 

পুরোনো সংবাদ

গাইবান্ধা 42913153030978206

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item