দিনাজপুরে ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে রেবেকা আহম্মেদ

মোবাইল টিপে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ আসিফ ইকবাল ফাউন্ডেশন ঢাকা’র চেয়ারম্যান রেবেকা আহম্মেদ বলেছেন, মোবাইল টিপে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। ভালো পড়াশোনার মাধ্যমে দিনাজপুরের মেয়েরা অনেক উপরে উঠতে পারে। তোমাদের মাঝে আমার পুত্র মরহুম আসিফ ইকবালকে দেখতে পাই। তোমাদের পড়াশোর সফল হলে আমার পুত্রে’র আত্মার শান্তি হবে। মনে রেখো শিক্ষার বিকল্প শিক্ষাই। শিক্ষার মাধ্যমে তোমাদের অনেক বড় হতে হবে।
২৭ জুলাই শনিবার আসিফ ইকবাল ফাউন্ডেশন ঢাকা কর্তৃক আর্ত-মানবতার সেবায় শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে গরীব-মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের দিনাজপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট ক্রীড়াবিদ আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান, আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক রবিউজ্জামান তপু, সহকারী শিক্ষক আশরাফুল আলম ও তৈমুর হোসেন। উল্লেখ্য ১৯৮৩ সালে আসিফ ইকবাল নানাবাড়ী দিনাজপুর থেকে বিআরটিসি যোগে ঢাকায় যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়। তারই স্মরণে তার মা রেবেকা আহম্মেদ এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবৃত্তি চালু করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 9151181068107570471

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item