এমবিএসকে’র বীরগঞ্জ উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের মধ্যবর্তী ও চুড়ান্ত মূল্যায়ন সম্পন্ন
https://www.obolokon24.com/2019/07/dinajpur_19.html
আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় এবং মহিলা বহুমুর্খী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র বাস্তাবয়নে বীরগঞ্জ উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের মধ্যবর্তী ও চুড়ান্ত মূল্যায়ন সফল ভাবে সম্পন্ন হয়েছে।
দিনাজপুর জেলার বীরগজ্ঞ উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র ৩শত টি শিখন কেন্দ্রে ১৮ হাজার শিক্ষার্থীদের নিয়ে প্রকল্পটি গত বছর চালু করা হয়েছিল। তা অত্যান্ত সততা ও দক্ষতার সাথে বাস্তাবায়িত হয়েছে। ডিপিপি চুক্তি মোতাবেক ৬ মাস পূর্ন হওয়ায় শিখন কেন্দ্রের কার্যক্রমের পরিসমাপ্তি ঘ্েট এবং উপজেলা মূল্যায়ন কমিটির তত্ত্বাবধানে ১৮ হাজার শিক্ষার্থীদের তৃতীয় পক্ষ সমাহার কনসালটে›্ট লিমিটেড কর্তৃক মধ্যবর্তী ও চুড়ান্ত মুল্যায়ন সম্পন্ন করেন ফিল্ড অফিসার মোঃ হারুন-উর-রশিদ, প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম ও কমিটির সদস্যবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানের ছিলেন এমবিএসকে’র প্রকল্প সমন্বয়কারী ধর্ম জয় বর্মন এবং প্রোগ্রাম অফিসার উপেন্দ্রনাথ রায়।
দিনাজপুর জেলার বীরগজ্ঞ উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র ৩শত টি শিখন কেন্দ্রে ১৮ হাজার শিক্ষার্থীদের নিয়ে প্রকল্পটি গত বছর চালু করা হয়েছিল। তা অত্যান্ত সততা ও দক্ষতার সাথে বাস্তাবায়িত হয়েছে। ডিপিপি চুক্তি মোতাবেক ৬ মাস পূর্ন হওয়ায় শিখন কেন্দ্রের কার্যক্রমের পরিসমাপ্তি ঘ্েট এবং উপজেলা মূল্যায়ন কমিটির তত্ত্বাবধানে ১৮ হাজার শিক্ষার্থীদের তৃতীয় পক্ষ সমাহার কনসালটে›্ট লিমিটেড কর্তৃক মধ্যবর্তী ও চুড়ান্ত মুল্যায়ন সম্পন্ন করেন ফিল্ড অফিসার মোঃ হারুন-উর-রশিদ, প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম ও কমিটির সদস্যবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানের ছিলেন এমবিএসকে’র প্রকল্প সমন্বয়কারী ধর্ম জয় বর্মন এবং প্রোগ্রাম অফিসার উপেন্দ্রনাথ রায়।