ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে গত ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ শুরু হয়েছিল। গতকাল মঙ্গলবার সমাপনী দিনে মূল্যায়ন, ও বিকেলে হাট-বাজার/ জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা এবং প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রামাণ্য চিত্র বিষয়ক প্রদর্শন করার শেষে  পুরস্কার বিতরণ করে আলোচনা সভার মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার মুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: শামীমা আক্তার। আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ আলমগীর জামান, জাতীয় মৎস্য লীগ কমিটির উপজেলা সভাপতি অবিলাস চন্দ্র রায়, উপজেলা মৎস্য অফিসের লিফ সদস্য সুদাংশু কুমার সেন, ডিমলা রিপোর্টার্স ইউনিটি (ডি.আর.ইউ) এর সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ। “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ডিমলা উপজেলার এলাকার খাল,বিল, পুকুর, নদীসহ বিভিন্ন জলাসয়ে মাছ চাষ করে মৎস্য সম্পদের উন্নয়নে ও দেশের সমৃদ্ধির জন্য এগিয়ে আসার আহবান জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার। সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের অগ্রগতি সাধনে সকলে মিলে সচেতনতার সাথে কাজ করতে বলেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য সম্প্রসারণ কর্মচারী সহ মৎস্য চাষী বৃন্দরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4615841940644426258

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item