ভূপেন হাজারিকার ভারত রত্ন বয়কট করলেন ছেলে

বিনোদন ডেস্ক-

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকাকে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রতœ উপাধিতে ভূষিত করেছে ভারত সরকার। কেন এতদিন এই সম্মাননা দেওয়া হয়নি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে এই সম্মাননা বয়কট করেছে তার পরিবার।

এ সম্মাননা গ্রহণ করবে না বলে জানিয়েছে শিল্পীর ছেলে তেজ হাজারিকা। তিনি বলেন, ‘আমি আসামের বর্তমান পরিস্থিতি জানি। বাবা সময় সময় এখানকার মানুষের পাশে ছিলেন। এই সংকটের সময়ে তিনি বেঁচে থাকলেও হয়তো এই সম্মাননা গ্রহন করতেন না। তাই তার ছেলে হিসেবে আমিও ভারত সরকারের দেয়া এ মরণোত্তর সম্মাননা গ্রহণ করতে চাই না।’


তেজ হাজারিকা আরও বলেন, ‘ এই মুহূর্তে আমি আসামের মানুষের জন্য শুধু এটুকুই করতে পারি। আমার মন ও বিবেক আমাকে সম্মাননা গ্রহণ না করতেই উপদেশ দিচ্ছে। সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বাবা, তিনি সব সম্মাননার উর্ধ্বে।’

ভূপেন হাজারিকার জন্ম ১৯২৬ সালে, ভারতের আসামে। ২০১১ সালে মৃত্যু হয় তার। রাজ্যটিতে বিজেপি সরকারের তৈরি নাগরিকত্ব বিল নিয়ে বিতর্কের জেরে এ সম্মাননা গ্রহণ করতে চান না শিল্পীর ছেলে তেজ হাজারিকা। যে বিলের কারণে নাগরিত্ব হারাবে লাখ লাখ মানুষ।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 1300240189820448320

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item