সৈয়দপুরে তিনটি লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2019/02/saidpur_14.html
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ে এবং লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রথমে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের যৌথ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটেরিয়ামে তিন পর্বে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন হাবিবা হাসান পিএমজেএফ।
এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর এর স্পাউস এবং প্রাক্তন জেলা গভর্ণর লায়ন লায়ন এম. এ. হাসান পিএমজেএফ।
অনুষ্ঠারের প্রথম পর্বে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন লায়ন মো. মোখলেসুর রহমান। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর লায়ন ক্লাব অব সৈয়দপুর এর ট্রেজারার লায়ন মো. আব্দুল্লাহ্ -আল –জিহাদী লায়ন্স ক্লাব সদস্যদের আনুগত্যের শপথ পাঠ করান। এরপর অভিষেক অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ ও পরিচয় করানো হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন প্রভাষক লায়ন মো. আব্দুল মান্নান। এরপর সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ট্রেজারারা লায়ন মো. সাজ্জাদ হোসেন। পরে উভয় ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্ণর লায়ন হাবিবা হাসান পিএমজেএফ ওই শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে নবনির্বাচিত কমিটির সভাপতির কাছে গ্যাংবেল হস্তান্তরের মধ্যদিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব্ করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন রানা আজাহার। এতে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কেবিনেট সেক্রেটারি লায়ন পারভেজ রানা এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মো. আনিসুর রহমান এমজেএফ, জিএলটি লায়ন মো. জালাল উদ্দিন, উত্তরবঙ্গ কো-অডিনেটর লায়ন খন্দকার কামরুল হাসান এমজেএফ ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর উপদেষ্টা প্রবীণ লায়ন মো. নজরুল ইসলাম, জোন চেয়ারপার্সন (ক্লাবস)ও লায়ন্স ক্লাব অব পার্বতীপুর এর সভাপতি লায়ন সালেহ আহম্মেদ মঞ্জু প্রমূখ।
অনুষ্ঠানে মাস্টার অব সিরিমনির দায়িত্ব পালন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা রাজিয়া সুলতানা ফারহানা।
অভিষেক অনুষ্ঠানের তৃতীয় পর্বে র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক কন্ঠশিল্পী মো. জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষিকা বেনতুল সান বিনু, কমর মুস্তারী পাঁপড়ি, সুফিয়া বানু শিল্পী এবং অতিথি শিল্পী শেখ রোবায়তুর রহমান রোয়ায়েত। নৃত্য পরিবেশন করেন প্রিয়স মিতা ও নিপুন।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন সাংবাদিক লায়ন আমিনুল হক, লায়ন মো. নজরুল ইসলাম খান কিশোর, লায়ন সুব্রত কুমার রুদ্রসহ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের সকল সদস্য,আমন্ত্রিত অতিথি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে অভিষক অনুষ্ঠানে আগত জেলা গভর্ণর লায়ন হাবিবা হাসান পিএমজেএফ, প্রাক্তন গভর্ণর লায়ন এম. এ. হাসান পিএমজেএফসহ অন্যান্য অতিথিবৃন্দ লায়ন্স স্কুল ও কলেজের প্রধান ফটকে এসে পৌঁছলে সেখানে তাদের অভ্যর্থনা জানানো হয়। লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নেচে গেঁয়ে তাদের অভ্যর্থনা জানায়। এ সময় শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লেও প্রদর্শন করে। তাদের (শিক্ষার্থী) প্রদর্শিত ডিসপ্লে দেখে আগত লায়ন অতিথিরা মুগ্ধ হন এবং ভূয়সী প্রশংসা করেন।
বিকেলে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানেও উল্লিখিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ে এবং লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রথমে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের যৌথ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটেরিয়ামে তিন পর্বে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন হাবিবা হাসান পিএমজেএফ।
এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর এর স্পাউস এবং প্রাক্তন জেলা গভর্ণর লায়ন লায়ন এম. এ. হাসান পিএমজেএফ।
অনুষ্ঠারের প্রথম পর্বে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন লায়ন মো. মোখলেসুর রহমান। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর লায়ন ক্লাব অব সৈয়দপুর এর ট্রেজারার লায়ন মো. আব্দুল্লাহ্ -আল –জিহাদী লায়ন্স ক্লাব সদস্যদের আনুগত্যের শপথ পাঠ করান। এরপর অভিষেক অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ ও পরিচয় করানো হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন প্রভাষক লায়ন মো. আব্দুল মান্নান। এরপর সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ট্রেজারারা লায়ন মো. সাজ্জাদ হোসেন। পরে উভয় ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্ণর লায়ন হাবিবা হাসান পিএমজেএফ ওই শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে নবনির্বাচিত কমিটির সভাপতির কাছে গ্যাংবেল হস্তান্তরের মধ্যদিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব্ করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন রানা আজাহার। এতে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কেবিনেট সেক্রেটারি লায়ন পারভেজ রানা এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মো. আনিসুর রহমান এমজেএফ, জিএলটি লায়ন মো. জালাল উদ্দিন, উত্তরবঙ্গ কো-অডিনেটর লায়ন খন্দকার কামরুল হাসান এমজেএফ ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর উপদেষ্টা প্রবীণ লায়ন মো. নজরুল ইসলাম, জোন চেয়ারপার্সন (ক্লাবস)ও লায়ন্স ক্লাব অব পার্বতীপুর এর সভাপতি লায়ন সালেহ আহম্মেদ মঞ্জু প্রমূখ।
অনুষ্ঠানে মাস্টার অব সিরিমনির দায়িত্ব পালন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা রাজিয়া সুলতানা ফারহানা।
অভিষেক অনুষ্ঠানের তৃতীয় পর্বে র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক কন্ঠশিল্পী মো. জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষিকা বেনতুল সান বিনু, কমর মুস্তারী পাঁপড়ি, সুফিয়া বানু শিল্পী এবং অতিথি শিল্পী শেখ রোবায়তুর রহমান রোয়ায়েত। নৃত্য পরিবেশন করেন প্রিয়স মিতা ও নিপুন।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন সাংবাদিক লায়ন আমিনুল হক, লায়ন মো. নজরুল ইসলাম খান কিশোর, লায়ন সুব্রত কুমার রুদ্রসহ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের সকল সদস্য,আমন্ত্রিত অতিথি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে অভিষক অনুষ্ঠানে আগত জেলা গভর্ণর লায়ন হাবিবা হাসান পিএমজেএফ, প্রাক্তন গভর্ণর লায়ন এম. এ. হাসান পিএমজেএফসহ অন্যান্য অতিথিবৃন্দ লায়ন্স স্কুল ও কলেজের প্রধান ফটকে এসে পৌঁছলে সেখানে তাদের অভ্যর্থনা জানানো হয়। লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নেচে গেঁয়ে তাদের অভ্যর্থনা জানায়। এ সময় শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লেও প্রদর্শন করে। তাদের (শিক্ষার্থী) প্রদর্শিত ডিসপ্লে দেখে আগত লায়ন অতিথিরা মুগ্ধ হন এবং ভূয়সী প্রশংসা করেন।
বিকেলে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানেও উল্লিখিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।