জলঢাকায় বাহাদুরের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছে মিন্টু
https://www.obolokon24.com/2019/02/jaldhaka_12.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছে উপজেলা আ'লীগের প্রার্থী আনছার আলী মিন্টু। তিনি উপজেলা আ'লীগের সভাপতি। নীলফামারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার বিকেলে জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে দুজন চেয়ারম্যান প্রার্থীর কাগজপত্র যাছাই বাছাইকালে চেয়ারম্যান পদে উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টুর প্রার্থীতা বৈধ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুরের মনোনয়ন বাতিল করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করার জন্য তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর। তিনি আরো বলেন আমি ভোট করব। দরকার হলে সর্বোচ্চ আদালতে যাব তবু ভোট করব। অন্যদিকে ভাইসচেয়ারম্যান পদে ৬জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করে নির্বাচন অফিস। এর মধ্যে ৪জন পুরুষ ও ২জন মহিলা। ভাইসচেয়ারম্যান পদে বৈধ প্রার্থী (পুরুষ) উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম ও স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনোয়ারা বেগম ও জামায়াত সমর্থিত বর্তমান ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ। এবারে পাঁচ ধাপে ৪৯২টি উপজেলার মধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে। প্রথম ধাপের মনোনয়ন পত্র প্রতাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।