গাইবান্ধায় ৪টি আসনেই মহাজোটের প্রার্থীর জয়

নুরুল ইসলাম ডাকুয়া,গাইবান্ধা প্রতিনিধি-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার চারটি সংসদীয় আসনেই জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থীরা।
রবিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল মতিন।

ঘোষিত ফল

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) মহাজোট সমর্থিত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী ১ লাখ ৯৭ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০দলের জামায়েতের ধানের শীষ প্রতীকে মাজেদুর রহমানের প্রাপ্ত পেয়েছেন ৬৫ হাজার ১৭৩।

গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক মাহাবুব আরা বেগম গিনি ১ লাখ ৮৯ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষ প্রতীকে আব্দুর রশিদ সরকার পেয়েছেন ৬৮ হাজার ৬৭০।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) ১৩৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে মনোয়ার হোসেন চৌধুরী ৩ লাক ৮হাজার ৩৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকে তৈহিদুল ইসলাম তুহিন পেয়েছেন ৫ হাজার ৭১৭ ভোট।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) ১২৪ কেন্দ্রের প্রাপ্ত ফলে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে ফজলে রাব্বী মিয়া ২ লাখ ৪৬হাজার ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে ফারুক আলম পেয়েছেন ১৩ হাজার ৫৫৩ ভোট।

পুরোনো সংবাদ

নির্বাচন 4447216899734763645

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item