নীলফামারী-১ আসনে যে ১৪জন মনোনয়নপত্র দাখিল করলেন ॥

মহিনুল ইসলাম সুজন,ডিমলা প্রতিনিধি ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ১৪ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার(২৮শে নভেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার নিকট মনোনয়নপত্র দাখিল করেন ।
প্রার্থীরা হলেনঃ বর্তমান এ আসনটির এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার (আওয়ামী লীগ),বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী (বিএনপি), সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী (জাতীয় পার্টি), সাবেক মন্ত্রী মরহুম যাদু মিয়ার নাতি ও বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি (বাংলাদেশ ন্যাপ),আলহাজ্ব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ),এ আহমেদ বাকের বিল্লাহ মুন (বিএনপি), সাইফুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ),সাবেক রাষ্ট্রদূত আমিনুল হোসেন সরকার(আওয়ামী লীগ), সাবেক সংসদ সদস্য ড. হামিদা বানু শোভা (স্বতন্ত্র), নেনসি রহমান কবির(এনপিপি), ইউনুছ আলী(বাসদ),আব্দুস ছাত্তার(স্বতন্ত্র),এ মখদুম আলম মাশরাফি(স্বতন্ত্র)।
এ ছাড়াও  নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজিয়া শিরিনের  নিকট সিরাজুল ইসলাম (বিএনএস)নামের একজন মনোনয়নপত্র দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করেছন সহকারী রির্টানিং কর্মকর্তা ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুন ও সহকারী রির্টানিং কর্মকর্তা ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।

পুরোনো সংবাদ

নীলফামারী 6784213233118658639

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item