তেঁতুলিয়ায় বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2018/07/tree.html
“সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এই শ্লোগানকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০লক্ষ শহীদদের স্মরণে একযোগে দেশব্যাপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লক্ষ বৃক্ষ রোপনের অংশ হিসেবে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার কয়েক হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হাতে গাছ নিয়ে হেঁটে হেঁটে ছয় কিলোমিটার জুড়ে গাছ লাগিয়েছে।
১৮ জুলাই/১৮ বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তেঁতুলিয়া সদর উপজেলার নজরুল চত্বর মহাসড়কে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তেতুলিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় তেতুলিয়া বাইপাস নজরুল স্মরণী থেকে তীরনইহাট পর্যন্ত মহাসড়কে একযোগে এসব গাছ লাগানো হয়।
এতে ৬ কিলোমিটার মহাসড়কে ৬ হাজার মেহগণি, শীল কড়ই কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। এর আগে গাছ হাতে একটি বর্ণাঢ্য র্যালিও বের করা হয়।
উক্ত বৃক্ষ রোপন সমাবেশে শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সানিউল ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু, তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান মো: আনিছুর রহমান, যুদ্ধাহত মুক্তিযুদ্ধের তৎকালীন কমান্ডার আইয়ুব আলী প্রমূখ।