ফিফার বিশ্বকাপ দলে নেইমার, নেই মেসি-রোনালদো

খেলাধুলা-
দীর্ঘ একমাসের যুদ্ধ শেষে রাশিয়া বিশ্বকাপের শিরোপা উঠেছে ফ্রান্সের ঘরে। আগামী চার বছর ফুটবল বিশ্বের রাজত্ব থাকবে লস ব্লুজদের হাতে।

২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে আবার খোজা শুরু হবে নতুন কোনো রাজার। যারা হবে পরবর্তী চার বছরের সিংহাসনের মালিক। ২১তম বিশ্বকাপে ফুটবল বিশ্ব অনেক তারকাকে পেয়েছে। তেমনি ছিটকে যেতে দেখেছে অনেক তারকাকে।
প্রতিবারের ন্যায় এবারও বিশ্বকাপে খেলোয়াড়দের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে দল ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যার নাম দিয়েছে ওয়ার্ল্ড কাপ টিম অব দ্যা টুর্নামেন্ট।

টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র ৫টি দলের খেলোয়াড়রা ‘ওয়ার্ল্ড কাপ টিম’-এ শীর্ষ ১১ জনের তালিকায় স্থান পেয়েছেন।

সুযোগ পাননি বিশ্বের সবচেয়ে বড় দুই তারকা খেলোয়াড় আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ এ দু’জনের কাছেই রয়েছে বিশ্ব সেরা ফুটবলারের খেতাব।

যে খেতাব গত ১০ বছর ধরে নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছেন এ দু’জন। দু’জনেরই রয়েছে পাঁচটি করে ব্যালন ডি’অর ট্রফি। নামের প্রতি রোনালদো কিছুটা সুবিচার করলেও একেবারে বলা চলে নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি।

তালিকায় স্থান পাওয়া সবোর্চ্চ চারজন বিশ্বকাপ জয়ী ফ্রান্সের। দুইজন করে রয়েছেন ব্রাজিল, ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের। অবশিষ্ট একজন বেলজিয়ামের।

ফিফার টিমের খেলোয়াড়ের তালিকা

লরিস (গোলরক্ষ-ফ্রান্স), ট্রিপার (রাইট ব্যাক-ইংল্যান্ড), ভারানে (সেন্টার ব্যাক-ফ্রান্স), লভরেন (সেন্টার ব্যাক-ক্রোয়েশিয়া), ইয়ং (ফুল ব্যাক-ইংল্যান্ড), পওলিনহো (মিডফিল্ডার-ব্রাজিল), মদ্রিচ (মিডফিল্ডার-ক্রোয়েশিয়া), নেইমার (ফরোয়ার্ড-ব্রাজিল), এমবাপ্পে (ফরোয়ার্ড-ফ্রান্স), গ্রিজম্যান (ফরোয়ার্ড-ফ্রান্স) ও হ্যাজার্ড (অ্যাটাকিং মিডফিল্ডার- বেলজিয়াম)।

আর টিমের ফরমেশন সাজানো হয়েছে ৪-২-৩-১।



পুরোনো সংবাদ

খেলাধুলা 5805326098220985227

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item