সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রোববার)  হাজারীহাট স্কুল এন্ড কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে ওই বর্ণাঢ্য  নবীনবরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. মনসুর আলী চৌধুরী।
 অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র  মো. সামিনুর রহমান।
এতে বক্তব্য রাখেন হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, ইংরেজী বিষয়ের প্রভাষক মো. শহীদুজ্জামান, বাংলা বিষয়ের প্রভাষক মোছা.নার্গিস পারভীন প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের গণিত বিষয়ের সহকারি অধ্যাপক মো. আনোয়ার হোসেন কাজল ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।
  কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বাবর আলী পুরো নবীনবরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ।
এর আগে অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী ফিতা কেটে নবীনবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
 পরে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে নবীন ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে কলেজের পরিচালনা কমিটির সদস্য ও সকল শিক্ষক-শিক্ষিকা ওকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।    
চলতি ২০১৮-২০১৯ইং শিক্ষাবর্ষে হাজারীহাট স্কুল ও কলেজে তিন বিভাগে দেড় শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে।       

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8619473024103132213

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item