সৈয়দপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই মেলার আয়োজন করেছে। সৈয়দপুর উপজেলা  প্রশাসনের সহয়োগিতায় মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস্ চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে স্বাগত বক্তব্য দেন  সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের সফল বাগান চাষী মো. রাশেদুন্নবী মানিক প্রমূখ।
 উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান সর্দার।
 পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে  আমন্ত্রিত অতিথি,সুধীজন,জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলায় ১৫টি স্টল স্থান পেয়েছে। এতে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের আদর্শ বসত বাড়ী, কৃষি তথ্য কেন্দ্রের স্টল ছাড়াও ক্যান্টনমেন্ট বোর্ড নার্সারী , সামাজিক বন উন্নয়ন বিভাগের ও উপজেলার নার্সারী মালিকরা স্টল দিয়েছেন। আগামী ২৬ জুলাই সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4505597141514503972

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item