তিন মধু ব্যবসায়ীর অকাল মৃত্যুতে সিঙ্গেরগাড়ী গ্রামে বিরাজ করছে শোকের মাতম ॥

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
সাজু মিয়া, চান মিয়া, গোলবাল মিয়া নামে তিন মধু ব্যবসায়ীর অকাল মৃত্যুতে শোকের মাতম বিরাজ করছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের উত্তর ও দক্ষিণ সিঙ্গেরগাড়ীর ২টি গ্রামে। গত ২২ জুলাই রবিবার সকাল ৭টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ঘাতক নাইট কোচ তিন মধু ব্যবসায়ীর প্রাণ কেড়ে নেয়। জানা গেছে মাগুড়া উত্তর সিঙ্গেরগাড়ী গ্রামের আব্দুর রশিদের পুত্র সাজু মিয়া, একই গ্রামের মৃত্যু মন্টুর পুত্র চান মিয়া ও একই ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী গ্রামের মুকুল চেয়ারম্যানের চাচাত ভাই গোলমাল মিয়া, তিন জনই মধু ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। ঘটনার দিন ২২ জুলাই রবিবার রংপুর মহানগরীর কোন এক এলাকায় মধুর চাক কাটার জন্য তারা তিনজনই বাড়ী হতে রওনা হন পাগলাপীরে। পাগলাপীর বন্দরে এসে টন্না মিয়া নামে এক ব্যক্তির অটো গাড়ীতে চড়ে রংপুরে মধু সংগ্রহের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু নিয়তির কি খেলা পাগলাপীর রংপুরের মাঝ পথে আকিজ বিড়ি কোম্পানীর গেটের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগা গামী ঘাতক নাইট কোচ হানিফ দাড়িয়ে থাকা অটো বাইককে চাপা দিলে এই তিন মধু ব্যবসায়ীর সেখানে অকালে মৃত্যু ঘটে।

পুরোনো সংবাদ

রংপুর 7142889813558011569

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item