ব্যক্তিস্বার্থের রাজনীতি দেশকে কিছু দিতে পরে না: প্রধানমন্ত্রী

ব্যক্তিস্বার্থে যারা রাজনীতি করে, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করেনা। জনগণও তাদের কাছ থেকে কিছু পায় না।’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ বছর পূর্তি উপলক্ষে আজ সকালে গণভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।


অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে, ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে ভালোবেসেই রাজনীতিতে এসেছি। তাদের ভাত ও ভোটের অধিকার আদায়ই ছিলো মূল লক্ষ্য।’
তিনি আরো বলেন, ‘দেশের জনগনকে নির্যাতন করে উল্লাস করেছে খালেদা-তারেক। বিএনপির ওপর তাই মানুষের আস্থা নেই।’
শেখ হাসিনা আরও বলেন, ‘এতিমের টাকা আত্মসাৎ করলে শাস্তি পাবেই। এরা আবার ক্ষমতায় আসলে দেশ লুটে খাবে বলেও মন্তব্য করেন তিনি।’
ব্যক্তিস্বার্থে রাজনীতি করলে দেশকে কিছু দেয়া যায় না বলেও জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত দেশ গড়তে আওয়ামী লীগের সরকার প্রয়োজন। এ’জন্য ভোট চাইতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।’
পরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটেন ‘মা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1709578696654025973

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item