নীলফামারীতে মৎস্য সপ্তাহে বণার্ঢ্য র‌্যালী

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৯ জুলাই॥
“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নানান কর্মসুচির মধ্যে দিয়ে নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় হতে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা
সভায় মিলিত হয়। মৎস্য চাষ সম্প্রসারণ ও সংরক্ষন এবং আতœকর্ম সংস্থান সৃস্টির লক্ষ্যে জনিপ্রতিনিধি, মাছ চাষী, মৎস্যজীবি, জেলে, শিক্ষক, শিক্ষার্থী মসজিদের ঈমাম, মাছ বিক্রেতা সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের অংশগ্রহনে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
এখানে আলোচনা শেষে জেলার তিনজন সফল মাছ চাষীকে ক্রেস্ট ও গাছের চারা প্রদান করা হয়। এরপর সদর উপজেলা পরিষদ পুকুর, নীলসাগর বিন্নাদীঘি, পুলিশ সুপারের বাংলোর পুকুর ও পুলিশ লাইনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন অতিথিরা।

পুরোনো সংবাদ

নীলফামারী 3115584297969732640

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item