নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
https://www.obolokon24.com/2018/07/nilphamari_11.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২০ জুলাই॥ পুুকুরের পানিতে ডুবে রাশিদ-উজ জামান(১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মোক্তার পাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত রাশিদ ওই এলাকার আলিম উদ্দিনের ছেলে।
রাশিদের চাচাতো ভাই আমজাদ হোসেন জানান, ঘটনার দিন বিকালে ভ্যাপসা গরমের কারণে কয়েকজন মিলে বাড়ির পিছনে পুকুরে গোসল করতে নামে সে। গোসল শেষে অন্যরা সবাই উঠে আসলেও তাকে পাওয়া যায় না। অনেক খোঁজার পর সন্ধ্যায় তার মরদেহ পুকুরে ভেসে আসে। তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মানিক বিষয়টি নিশ্চিত করে জানান আজ শুক্রবার সকাল ১১টায় গ্রামের বটতলা ঈদগাঁহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। #
রাশিদের চাচাতো ভাই আমজাদ হোসেন জানান, ঘটনার দিন বিকালে ভ্যাপসা গরমের কারণে কয়েকজন মিলে বাড়ির পিছনে পুকুরে গোসল করতে নামে সে। গোসল শেষে অন্যরা সবাই উঠে আসলেও তাকে পাওয়া যায় না। অনেক খোঁজার পর সন্ধ্যায় তার মরদেহ পুকুরে ভেসে আসে। তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মানিক বিষয়টি নিশ্চিত করে জানান আজ শুক্রবার সকাল ১১টায় গ্রামের বটতলা ঈদগাঁহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। #