উলিপুরে দুই শিক্ষকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার অভিযোগ

আশিকুর,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় দুইজন শিক্ষকের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ভাবে সংসদ উপনির্বাচনে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকরা হচ্ছেন মোঃ আফজাল হোসেন ও মোঃ মাহমুদুল হাসান। অভিযোগ পত্র থেকে জানা যায়, উপজেলার হাতিয়া ইউনিয়নের কাশিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দিঘল হাইলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মাহামুদুল হাসান প্রতিদিন কর্মস্থলে না গিয়ে স্কুল সময়ে জাতীয় পার্টির প্রার্থী জনাব আক্কাছ আলীর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক প্রতিদিন মিছিল মিটিংসহ নানা নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তার অনুপুস্থিতিকে সুযোগ হিসেবে ব্যবহার করে সহকারী শিক্ষকবৃন্দ দায়সাড়া ভাবে স্কুল আসছেন আর যাচ্ছেন। বিষয়টি সচেতন এলাবাসীর নজরে আসলে তারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেন। অন্য দিকে  উপজেলার দিঘল হাইলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এক সপ্তাহ ধরে অসুস্থতার অযুহাতে মাদ্রাসায় উপস্থিত না হয়ে একই প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ জাতীয় পার্টির প্রার্থী একজন শিল্পপতি হওয়ায় মোটা অংঙ্কের টাকার বিনিময়ে কর্মস্থল ফাঁকি দিয়ে বে-আইনিভাবে নির্বাচনী প্রচলনা চালাচ্ছেন। উল্লেখ আগামী ২৫ জুলাই ২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর-চিলমারী আসনে সংসদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 6743161934264292122

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item