কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে সু্ষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে- নির্বাচন কমিশন।
https://www.obolokon24.com/2018/07/kurigram_20.html
আশিকুর,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসের আয়োজনে শুক্রবার(২০ জুলাই) সকালে কুড়িগ্রামের উলিপুর এমএস স্কুল এ্যান্ড কলেজের হলরুমে আগামী ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ভোট গ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, যেকোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে। এজন্য প্রশাসনিক সব ধরনের সহয়তা আপনাদের দেয়া হবে। এই নির্বাচন স্বল্পকালীন মেয়াদের হলেও আমাদের কাছে অন্যান্য নির্বাচনের মতো সমান গুরুত্ব বহন করে।
রিটার্নিং অফিসার ও রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার জিএম সাহাতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন,জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিব,কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম।