নদী হতে দুই শিশুকে উদ্ধার করতে গিয়ে কিশোর নিখোঁজ
https://www.obolokon24.com/2018/07/kisargang_12.html
ইনজামাম-উল-হক নির্ণয়/শামীম হোসেন বাবু নীলফামারী ১১ জুলাই॥ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যেতে থাকা দুই শিশু কে উদ্ধার করে ফিরিয়ে আনার পর নদীতে নিখোঁজ হয়েছে আদম আলী(১৪) নামের এক কিশোর। আজ বুধবার দুপুরে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার কালিকাপুর চারালকাটা নদীর ঘাট এলাকায়। নিখোঁজ আদম আলী ওই এলাকার কালিকাপুর চৌধরীপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় গ্রামের দুই শিশু আশামনি(৭) ও তানিয়া বেগম(৮) ওই নদীতে গোসল করতে নেমে ভেসে যেতে থাকে। এ দৃশ্য দেখে উক্ত কিশোর আদম আলী দুই শিশুকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর হঠাৎ করে নদীর ঘুর্নীপাক সৃস্টি হলে আদম আলী নদীর পানির নিচে তলিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধারের চেস্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেয়া হয় রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরীদলকে।
পুটিমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান ডুবুরী দল এসে বিকাল ৫টা হতে ওই কিশোরকে উদ্ধারের চেস্টা চালিয়ে গেলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় নদীরপাড়ে শতশত মানুষজন ভিড় করছে এবং অনেকে নদীর বিভিন্ন স্থানে ওই কিশোরকে উদ্ধারের চেস্টা চালিয়ে যাচ্ছে। #
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় গ্রামের দুই শিশু আশামনি(৭) ও তানিয়া বেগম(৮) ওই নদীতে গোসল করতে নেমে ভেসে যেতে থাকে। এ দৃশ্য দেখে উক্ত কিশোর আদম আলী দুই শিশুকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর হঠাৎ করে নদীর ঘুর্নীপাক সৃস্টি হলে আদম আলী নদীর পানির নিচে তলিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধারের চেস্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেয়া হয় রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরীদলকে।
পুটিমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান ডুবুরী দল এসে বিকাল ৫টা হতে ওই কিশোরকে উদ্ধারের চেস্টা চালিয়ে গেলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় নদীরপাড়ে শতশত মানুষজন ভিড় করছে এবং অনেকে নদীর বিভিন্ন স্থানে ওই কিশোরকে উদ্ধারের চেস্টা চালিয়ে যাচ্ছে। #