জলঢাকায় যক্ষ্মা ও কুষ্ঠ অনু্সন্ধান কর্মসূচী'র উদ্বোধন
https://www.obolokon24.com/2018/07/jaldhaka_25.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"খুজি বাড়ী বাড়ী যক্ষ্মা ও
কুষ্ঠ নির্মুল করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায়
মঙ্গলবার বিকেলে যক্ষ্মা ও কুষ্ঠ অনুসন্ধান কর্মসূচী'র উদ্বোধন করা হয়। এ
উপলক্ষে কৈমারী ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে
টিএলএমআইবি (আরএইচপি) ও ব্রাকের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী। এসময়
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ দেবাশিষ
সরকার, কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, টিএলএমআইবি'র প্রজেক্ট
ম্যানেজার খোরশেদ আলম, এফএমও ডাঃ আবু সুফিয়ান ও প্রজেক্ট কর্মকর্তা মিজানুর
রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রন
সহকারী বাবুল হোসেন। উপজেলা জুড়ে যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রনে সব ধরনের
সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী। এদিকে জলঢাকার
যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রন সহকারী বাবুল হোসেন বলেন প্রতিকুল আবহাওয়া
সত্বেও প্রাথমিক পর্যায়ে উপজেলায় ১৬জন কুষ্ঠ রোগী সনাক্ত করা হয় ও ৮জন
সন্দেহভাজন কুষ্ঠ রোগী পাওয়া যায়। সেইসাথে ৫০ জন যক্ষ্মা রোগীকে কাশি
সংগ্রহের জন্য পট প্রদান করা হয়। অনু্ষ্ঠানে এই প্রজেক্টে মাঠ পর্যায়ে
কর্মরত উপজেলার সকল সরকারী ও এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।