দিনাজপুরে ককটেলসহ বিএনপির ১৬ নেতা-কর্মী আটক
https://www.obolokon24.com/2018/07/dinajpur_32.html
মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে গোপন বৈঠককালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিসহ দলের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।বুধবার ভোরে বালুয়াডাঙ্গার কচির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাষ্ট্র মামলার রায়কে সামনে রেখে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে বিএনপির প্রায় শতাধিক নেতা-কর্মী বৈঠক করছিল। পরে অভিযান চালিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিসহ দলের ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১) (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর কোতয়ালী থানায় দায়েরকৃত মামলা নং-৬৫, তাং-১০-০৭-১৮ইং।
দিনাজপুরে গোপন বৈঠককালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিসহ দলের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।বুধবার ভোরে বালুয়াডাঙ্গার কচির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাষ্ট্র মামলার রায়কে সামনে রেখে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে বিএনপির প্রায় শতাধিক নেতা-কর্মী বৈঠক করছিল। পরে অভিযান চালিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিসহ দলের ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১) (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর কোতয়ালী থানায় দায়েরকৃত মামলা নং-৬৫, তাং-১০-০৭-১৮ইং।