ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা ২৯ মাইল নামক এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবি পুলিশের ৪ সদস্যও আহত হয়েছেন। 

মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক খোকন(৩৬), কনস্টেবল এনামুল হক (৪২), আব্দুল মমিন (৩৫) ও জামাল (২৮)। 

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। খবর পেয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ১৪/১৫ জনের ডাকাত দল পিছু হটে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ সংবাদ সম্মেলন করেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 385731735029507694

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item